পদে থেকেও উপজেলা নির্বাচন করতে পারবেন ইউনিয়ন চেয়ারম্যানরা

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে স্বপদে বহাল থেকেও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন উচ্চ আদালত।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বেয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মনোনয়ন বাতিল হওয়া দুই প্রার্থীর রিটের শুনানী শেষে এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানীতে অংশ নেন ড. শাহদীন মালিক। পরে তিনি গণমাধ্যমকে বলেন, কুষ্টিয়া ও সিলেটের দুজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদত্যাগ না করে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া তাদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তারা।

তিনি বলেন, ‘যেহেতু কুষ্টিয়া ও সিলেটের দুটি উপজেলা নির্বাচনের দুই প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এমন আদেশ দিয়েছেন তাই এ আদেশ কেবলমাত্র তাদের দুজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্য কেউ স্বপদে থেকে নির্বাচন করতে চাইলে তাদেরকে আদালত থেকে আদেশ নিতে হবে।‘