বাংলাদেশ সরকারের প্রদত্ত ‘গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩’ পুরস্কার পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। রোববার (২৮ এপ্রিল) ‘গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩’ পুরস্কারটি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। স্পিকার লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরীর হাতে এ পুরস্কার তুলে দেন। এসময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি সহ উর্ধ্বতন সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কোম্পানিটির ছাতক প্ল্যান্টে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়।
২০২৩ সালে ১২ টি সেক্টরের ২৯ টি কোম্পানিকে ‘গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সিমেন্ট সেক্টরে প্রথম স্থান অর্জন করে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।