দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশী বক্সার জিনাস ফেরদৌস।
৫০ কেজি ওজন শ্রেণির ফাইনালে ইথিওপিয়ার প্রতিযোগীকে পরাজিত করে সোনার মেডেল জিতে নেন জিনাত।
গত সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে জিনাত বাংলাদেশের বক্সিং দলে ছিলেন। তবে দ্বিতীয় রাউন্ডে মঙ্গোলিয়ার প্রতিযোগীর বিপক্ষে হেরে বিদায় নেন তিনি।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পর্যায়ের বক্সিংয়ে নিয়মিত অংশ নেওয়া জিনাত এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছিলেন। বাংলাদেশ বক্সিং ফেডারেশন ও বিওএ তাঁকে সেই সুযোগ করে দিয়েছিল।
এ বছর প্যারিস অলিম্পিকেও চোখ জিনাতের। আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক বক্সিং বাছাইয়ে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন।
থাইল্যান্ডে অংশ নেবেন হাংজু এশিয়াডে পদকের কাছাকাছি পৌঁছানো সেনাবাহিনীর বক্সার সেলিম হোসেনও। আরও দুই বক্সার থাইল্যান্ডের যাবেন। তাঁরা হলেন এশিয়াডে সেলিম ও জিনাতের সঙ্গে অংশ নেওয়া আবু তালহা ও হোসেন আলী। শেষের দুজনই সেনাবাহিনীর বক্সার।