মহান স্বাধীনতা দিবসে ৩ তলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পেলেন গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ও উপস্থিত থেকে গোলাপগঞ্জ পৌর শহরের নূর ম্যানশনের পিছনে নবনির্মিত ভবনের উদ্বোধন ঘোষণা করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি৷
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর ইসলাম শাহিন, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ প্রমুখ৷
উল্লেখ্য, ৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত হয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন।