লাখাইয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার বামৈ ইউনিয়ন এর বামৈ গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক মো. মতিউজ্জামান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপপরিচালক নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য এর সঞ্চালনায় মাঠ দিবসের আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. বনি আমিন, এসএমই প্রকল্পের মনিটরিং অফিসার মো. ফরহাদ মিয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত পাল, টিপু ফরাজি, কৃষক আব্দুল আহাদ প্রমুখ।
পূর্বান্হে অতিরিক্ত উপপরিচালক মো. মতিউজ্জামান উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং প্রকল্পের আওতায় পরিচালিত প্রকল্পের আবস্থা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া উপজেলার কামালপুর গ্রামের কৃষক গ্রুপের সভাপতি মো. সাজিদ মিয়া ও সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া সহ গ্রুপের উপস্থিত সদস্যদের হাতে সেচ যন্ত্র তুলে দেন।
এ সময় ভূট্টা চাষীরা ভূট্টা মাড়াই যন্ত্র ও হার্ভেস্টার যন্ত্রের চাহিদা জানালে তিনি তাদের তা প্রদানের আশ্বাস দেন।