মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ৪টি চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
এছাড়াও গরু চুরির অভিযোগে রুমান মিয়া (৩৫) ও সোহেল মিয়া (২১) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটকৃত দু’জনকে রবিবার (২৮ জানুয়ারি) সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গতকাল (২৭ জানুয়ারি) শনিবার রাত সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল থানার এসআই আব্দুর রউফ এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা এলাকা থেকে ৪টি চোরাই গরু ও গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ। এসময় গরু চুরির সাথে জড়িত থাকার অভিযোগে রুমান মিয়া (৩৫) ও সোহেল মিয়া (২১) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, গত ২১ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের অন্তর্গত ১৫ নং সেকশনের লিফ হাউজের সামনে বিদ্যাবিল চা বাগানের ভিতর থেকে সতিশ রায় ঘাটুয়া নামের এক ব্যক্তির একটি গাভী গরু চুরি হয়। এ ঘটনায় সতিশ রায় ঘাটুয়া শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করলে গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।