সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিফেন্স অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘Monosex tilapia quality fry production: optimization of management measures, investigation of residual hormone duration and sex reverse tendency in adult’ শীর্ষক পিএইচডি গবেষণার ডিফেন্স ২২ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়েছে।

ডিফেন্স অনুষ্ঠানে ডিফেন্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, সুপারভাইজার প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম, সাউরেস পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় পিএইচডি ফেলো বদরুজ্জোহা সরকার বিশেষজ্ঞদের সম্মুখে গবেষণার বিষয়বস্তু উপস্থাপন করেন।