সিলেটে নির্বাচন বর্জনের হুমকি ইসলামী ঐক্যজোটের

নির্বাচনে মিনার প্রতীকের প্রচার-প্রচারণায় নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বাধা দেয়া, হয়রানি ও হুমকি-ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন সিলেট বিভাগের ৯টি আসনে ইসলামী ঐক্যজোটের বিভাগীয় সমন্বয়কারী, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে মাওলানা আছলাম হোছাইন রহমানী বলেন, আমরা যখন মিনার প্রতীকের মিছিল বের করি, তখন বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা মিছিলের মধ্যে প্রবেশ করে নৌকা-নৌকা বলে শ্লোগান দেয়। আমাদের উঠান বৈঠক বা পথসভা চলাকালেও নৌকার প্রচারের গাড়ি আমাদের সভার সমানে দাঁড়িয়ে তাদের প্রচারণা চালায়। আমরা বাধা দিলেও তারা শোনে না।

তিনি বলেন, আমরা শঙ্কিত ও হতাশাগ্রস্ত। যেভাবে আমাদের নির্বাচনী প্রচারকাজে বাধা দেয়া হচ্ছে, তাতে আমি আশঙ্কা করছি নির্বাচনের দিন আমাদের কর্মী-সমর্থক, ভক্ত ও ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান করা হতে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

তিনি বলেন, আমাদেরকে নির্বিঘ্নে প্রচার-প্রচারণার সুযোগ দেয়া না হলে আমি আনুষ্ঠানিকভাবে যে কোন মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দেবো।

পরিস্থিতির উন্নয়ন না ঘটলে আনুষ্ঠানিকভাবে পুরো বিভাগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন।