জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিল ম্যাক ট্যুরিজম অফ সিলেট। ৩১ ডিসেম্বর ২০২৩ বিকেলে শুরু হওয়া মেগা ইভেন্ট সিলেট তাঁবুবাস আয়োজনটি গড়ায় নতুন বছরের প্রথম দিনের দ্বিপ্রহর পর্যন্ত।
কনকনে শীতের রাতে হাসি গান আড্ডা খেলাধুলা ও অগ্নি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তাঁবুবাস উপভোগ করেন অন্তত ত্রিশ জন ভ্রমণপিয়াসী মানুষ।
শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে অদূরেই সদর উপজেলার চাঁনপুরে অবস্থিত ক্যাফে লেমন গার্ডেনে এই তাঁবুবাস আয়োজন করে ম্যাক ট্যুরিজম অফ সিলেট।
পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরকে আরো প্রাণবন্ত ও উৎসবমুখর করতে রাতভর ব্যাডমিন্টন, লুডু, বালিশ বদলসহ নানা খেলায় মেতে উঠেন বিভিন্ন বয়সী পর্যটকরা। খেলাধুলার পাশাপাশি চায়ের কাপে জমে উঠে মোহনীয় আড্ডা। মধ্য রাতে বারবিকিউ আয়োজন ছিল ইভেন্টের অন্যতম অনুষঙ্গ। এছাড়াও হাঁসের মাংস ও বাহারী ভর্তা দিয়ে ভূরিভোজ করেন অংশগ্রহণকারীরা।
রাত বারোটায় কেক কেটে ও ফানুশ উড়িয়ে ইংরেজি নববর্ষকে বরণ করা হয়।
ম্যাক ট্যুরিজম অফ সিলেট এর মাধ্যমে এমন ব্যতিক্রমী আয়োজনের তাঁবুবাসে অংশ নিতে পেরে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেন ভ্রমণে আসা অতিথিরা।