দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় থাকা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামের নির্বাচনি অফিসে শনিবার রাত ২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ট্রাক প্রতীকের প্রার্থী মাহিয়া মাহি বলেন, ‘শনিবার রাত আনুমানিক ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে আমার ওই নির্বাচনি অফিসে আগুন দেয়া হয়েছে। সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।’
এর আগে, শুক্রবার রাতে নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন বাধা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মাহি। সেসময় তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে আমাকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। চৌধুরীর লোকজন আমাকে বাধা দিচ্ছে।’
এমন বাস্তবতায় নির্বাচনি মাঠে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন মাহি।
গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অফিসের সামনের অংশের যে করিডোর সেখানে আগুনের আলামত পাওয়া গেছে, শুধু করিডোর অংশটুকুই পুড়েছে। প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি। আমরা খবর পেয়েই এসেছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’