দরিদ্র ৭৫০ জন চা শ্রমিক ও ৮০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সংগঠন ‘স্বপ্নোত্থান’।
বুধবার (২০ ডিসেম্বর) মৌলভীবাজারের কুলাউড়ার ঝিমাই টি এস্টেটে কর্মরত চা শ্রমিকদের মধ্যে ‘স্বপ্নোত্থান’ এসব শীতবস্ত্র বিতরণ করে।
স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রচার সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, ‘আমরা প্রত্যেক শীতে ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান’ নামে একটি প্রোগ্রাম নামিয়ে থাকি। এবারের এই উষ্ণতার অভিযানের প্রথম ধাপে সর্বমোট ৮০ টি পরিবারের মাঝে নতুন কম্বল বিতরণ এবং প্রায় ৭৫০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
স্বপ্নোত্থানের উষ্ণতার অভিযান বিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয় প্রজ্ঞা রয় বলেন, ‘স্বপ্নোত্থান প্রতি বছরের ন্যায় এবারও চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। আমরা চাই এই শীতে চা বাগানের শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে, তাদের মুখে হাসি ফোটাতে, তাদের কষ্ট ভাগ করে নিতে। ভালো থাকুক প্রতিটা মানুষ এটাই আমাদের প্রত্যাশা।’
শীতবস্ত্র পেয়ে চা শ্রমিক দীপন রয় বলেন, ‘আপনারা আমাদের কম্বল ও শীতের বিভিন্ন কাপড় দিয়েছেন, আমাদের অনেক ভালো লেগেছে। আপনারা শুধু আমাদের না, আমাদের মত আরও অনেকেকেই দিয়েছেন।’ সেইজন্য শিক্ষার্থীদের জন্য দোয়া করেন এই শ্রমিক।
এর আগে গত ১৮ নভেম্বর থেকে ৩০ থেকে নভেম্বর পর্যন্ত পুরানো কাপড়ও ও নতুন কম্বলের জন্য নগদ অর্থ সংগ্রহ করে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।