মানুষ পুড়িয়ে মারা কোন ধরণের আন্দোলন : সিলেটে প্রধানমন্ত্রী

বিএনপির চলমান আন্দোলনের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ ডিসেম্বর) হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিদের সাথে কথা বলেন তিনি।

বিএনপির আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচন করবে না, করবেনা; কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, আগুন দিয়ে সরকারি সম্পত্তি মানে এটাতো জনগণের সম্পত্তি। নতুন নতুন কোচ নিয়ে এসেছি নতুন রেল, রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলে এক্সিডেন্ট করে মানুষ হত্যা করা এটাতো সম্পূর্ণ সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। আর সেই সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে বিএনপি-জামায়াত জোট মিলে।

তিনি বলেন, বিএনপির আন্দোলনতো এই একটাই, আমরা ২০১৩-তে দেখেছি, ১৪-তে দেখেছি মানুষ পুড়িয়ে মারা, এটা কোন ধরণের আন্দোলন?

মঙ্গলবারে রাজধানীতে একটি ট্রেনে আগুনের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, গতকালকে যে ঘটনাটা ঘটলো, তারাতো হরতাল ডেকেছিলো দেশের মানুষতো হরতাল মানেও নাই, সাড়াও দেয় নাই। তাদের বোঝা উচিৎ দেশের মানুষ নির্বাচন চায় ভোট দিতে চায়, আমরা ভোটের জন্য সবকিছু উন্মুক্ত করে দিয়েছি, আমাদের দলকেও। যে ঠিক আছে, সবাই দাঁড়াবে সবাই কাজ করবে, জনগণ যাকে বেছে নিবে। কিন্তু আমরা কি দেখলাম- রেলে আগুন দিলো একজন মা সন্তানকে নিয়ে সে আগুনে পুড়ে মারা গেল, এরচেয়ে কষ্টের দৃশ্য আর কিছু হতে পারে না।

এর আগে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানেরবিজি-৬০১ এর একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।