চিকিৎসাসেবা নিয়ে বানভাসিদের পাশে সিলেট মহানগর যুবলীগ

বন্যার পানি কিছুটা কমলেও নানা ধরণের রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসি মানুষেরা। কিন্তু নাজুক যোগাযোগ ব্যবস্থা ও অর্থের অভাবে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারছে না।

এমন বাস্তবতায় চিকিৎসাসেবা নিয়ে বানভাসিদের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর যুবলীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে বন্যাদুর্গত মানুষের মাঝে তারা মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (১ জুলাই) বেলা আড়াইটায় সিলেট সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড এর মজুমদার পাড়া ঘাসিটুলা এলাকায় দুই শতাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে সিলেট মহানগর যুবলীগ।

এসময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় গরীব অসহায় মানুষের সাহায্য সহযোগীতা করে থাকে। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় সিলেটের বানভাসি মানুষের পাশে সিলেট মহানগর যুবলীগ দাঁড়িয়েছে।

তিনি বলেন- সিলেট মহানগর যুবলীগ পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে এবং সিলেট মহানগর যুবলীগের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বন্যায় দুর্গত মানুষের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে। তিনি মহানগর যুবলীগের এই মানবিক সহায়তা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, রাকিব আহমদ, ডা. আব্দুর রহমান, ডা. রিজভী আহমদ, আজাদ উদ্দিন, আফজল হোসেন, সাকারিয়া হোসেন সাকির, রুহুল আমিন, এড. আবুল কাশেম, আমিনুল ইসলাম আমিন, আকিল আহমদ, সুহেল, সাদিকুর রহমান সোহাগ, তারেক আহমদ, আহমদ, মনির আহমদ প্রমুখ।