সিলেটের ৬ টি আসনে মনোনয়ন জমা দেয়া ৪৭ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়া স্থগিত করা হয়েছে ২ জনের মনোনয়ন। বাকি ৩১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
রবিবার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এ ঘোষণা দেন।
এর মধ্যে সিলেট-১ আসনে একজনের মনোনয়ন বাতিল ও একজনের স্থগিত করা হয়েছে। মনোনয়ন পত্র বৈধ আছে ৫ জনের।সিলেট-২ আসনে মোট মননোয়ন দাখিল করেছিলেন ১৪ জন। এরমধ্যে ৮ জনেরই মনোনয়ন বাতল করা হয়েছে, বৈধ আছে ৬ জনের। সিলেট-৩ আসনে ৮জন মনোনয়ন দাখিল করেছিলেন, যার মধ্যে বৈধ ৪ জনের। আর বাকি ৪ জন বাছাইয়ে বাতিল হন। সিলেট-৪ আসনে ৪ মনোনয়নের মধ্যে একজনেরটা বাতিল হয়েছে, বৈধ আছেন ৩ জন। সিলেট-৫ আসনে মনোনয়ন বৈধ হয়েছে ৮ জনের। এছাড়া একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আর সিলেট-৬ আসনের সকলের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে।