সুনামগঞ্জে পুলিশের সাথে বিএনপি কর্মীদের ঘন্টাব্যাপী সংঘর্ষ

হরতালের সমর্থনে মিছিলকে কেন্দ্র করে সুনামগঞ্জে পুলিশের সাথে বিএনপির ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে ৫ পুলিশ সদস্যসহ দুই সংবাদকর্মী আহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পুরাতন বাস-স্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হরতাল সমর্থনে সুনামগঞ্জের পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পুরাতন বাস-স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে বিএনপি কর্মীরা সংঘটিত হয়ে শহরের আরপিনগর এলাকার দুই দিক থেকে পুলিশকে ঘিরে রেখে ইটপাটকেল ছুঁড়তে থাকে।

এসময় পুলিশ প্রায় ৪০ রাউন্ড টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ও বিএনপির সংঘর্ষে ৫ পুলিশ সদস্য ও দুই চিত্রগ্রাহক আহত হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুড়েছি। এতে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। আমরা তাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করছি।’