সুনামগঞ্জ শহরের ৮টি পূজা মণ্ডপে মোট নগদ ৪০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
শুক্রবার (২০ অক্টোবর) রাতে শহরের জলিলপুর, মল্লিকপুর, ওয়েজখালি নবী নগর, ধোপাখালি এবং হাসন নগর এলাকার মোট আটটি মণ্ডপে এ অনুদান প্রদান করা হয়।
এ ব্যাপারে মেয়র নাদের বখত বলেন, ‘আমি শহরের সকল মন্দিরে অনুদান দিয়েছি। পূজা যাতে নির্বিঘ্নে হয়, সকল মন্দির-মণ্ডপগুলোর সভাপতি সাধারণ-সম্পাদকদের নিয়ে সভা করেছি। যাদের অপেক্ষাকৃত আর্থিক স্বছলতা কম তাদেরকেই মূলত এই বিশেষ অনুদান আমি নিজে গিয়ে গিয়ে দিচ্ছি। এর আগে নিয়ম অনুযায়ী সকলের সাথে তারাও পেয়েছেন। এটা বিশেষ অনুদান। পূজায় যে কোনও প্রকার অসুবিধা হলে সরাসরি আমাকে জানানোর জন্য সকল মণ্ডপ কর্তৃপক্ষকে জানিয়েছি।
এর আগে ওয়েজখালি এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে পূজা উপলক্ষে একটি মণ্ডপে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।