জকিগঞ্জে শত মন্ডপে দুর্গোৎসব

প্রতীকি ছবি

সিলেট জেলার সর্বাধিক পূজামন্ডপ এবারো জকিগঞ্জে। জকিগঞ্জে এবার ১০০ পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব চলছে।

শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী পুজা মাধ্যমে শুরু হয়েছে পূজার মূলপর্ব। গতবছর ১০৭ পূজামন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হলেও এবার মন্ডপের সংখ্যা কমেছে ৭ টি।

জকিগঞ্জের বারহাল ইউনিয়নের ৯ টি, বীরশ্রী ইউনিয়নের ১৫ টি, কাজলসার ইউনিয়নের ১২ টি, খলাছড়া ইউনিয়নের ১২ টি, জকিগঞ্জ পৌরসভায় ৪ টি, জকিগঞ্জ ইউনিয়নে ৩ টি, সুলতানপুর ইউনিয়নের ১০ টি, বারঠাকুরী ইউনিয়নে ১১ টি, কসকনকপুর ইউনিয়নে ৭ টি ও মানিকপুর ইউনিয়নে ১৭টি পূজামন্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব।

দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে ইতিমধ্যে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন স্থানীয় পূজাপরিষদ নেতৃবৃন্দ ও পূজামন্ডপের পূজারীদের নিয়ে পৃথক পৃথক বৈঠক করেছেন। নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসারসহ নিজস্ব নিরাপত্তাকর্মী থাকবে, থাকবে সিসি ক্যামেরাও।

পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্টুভাবে পালনের লক্ষ্যে ধর্মবর্ণ নির্বিশেষ সকলের সহযোগিতা কামনা করেছেন।

জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, পূজা উপলক্ষ্যে বিশেষ টহল টিমসহ প্রতিটি পূজামন্ডপে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত আছেন।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান, জকিগঞ্জের একশত মন্ডপে সরকার ৪৭.৫ টন চাল বরাদ্ধ দিয়েছে। দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে প্রশাসনক সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।