যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যুক্তরাজ্যে চালু হলো বাংলাদেশের ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। স্থানীয় সময় বুধবার (১১ অ‌ক্টোবর) লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর ফলে ভোগান্তি কমায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা।

অনুষ্ঠা‌নে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলা‌দে‌শের হাইক‌মিশনার সাঈদা মুনা তাস‌নীমের সভাপতিত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে ছি‌লেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রনাল‌য়ের সুরক্ষা সেবা বিভা‌গের স‌চিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী।

‌বিশেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপ‌রিচালক (প্রশাসন) মো. আহসান কিব‌রিয়া সি‌দ্দি‌কি।

এছাড়াও অনুষ্ঠা‌নে যুক্তরাজ্য আওয়ামী লী‌গের সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুকসহ ক‌মিউ‌নি‌টি নেতৃবৃন্দ এসময় উপ‌স্থিত ছি‌লেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম ই-পাসপোর্ট সেবা চালু করে। নিরাপত্তা, দীর্ঘ মেয়াদ আর স্মার্ট ইমিগ্রেশনসহ নানা সুবিধা রয়েছে বাংলাদেশের নতুন ই-পাসপোর্টে।

সিলেট ভয়েস/এএইচএম