‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামায়াত’ শ্লোগানকে সামনে রেখে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ওয়ার্কার্স পার্টি।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কেন্দ্রীয় শহিদমিনার থেকে লাল পতাকার মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমানী শিশু পার্কের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্টির কেন্দ্রীয় সম্পাদক পরিষদের সদস্য ও জেলা সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে নেতৃবৃন্দ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদসহ চরম ডানপন্থী শক্তির ষড়যন্ত্র রুখে দিন, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখুন। সাংবিধানিক ধারায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে নিন।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকার লাগামহীন দুর্নীতি, লুটপাট ও দলীয় লোকদের সুবিধা দেয়ার জন্যই সম্পূর্ণ অযৌক্তিকভাবে ডিজেল, কেরোসিন ও এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানীর দাম কমানো হলেও আমাদের দেশে বারবার মূল্যবৃদ্ধি গণদুর্ভোগ সৃষ্টির অনুসঙ্গ হয়ে দেখা দিয়েছে।
তারা বলেন, এমনিতে দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। টিসিবির ট্রাকের পিছে লম্বা লাইন প্রমাণ করছে মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের কত বাইরে চলে গেছে।
এসময় বক্তব্য রাখেন, পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড হিমাংশু মিত্র, মোহিতোশ চৌধুরী প্রসাদ, আব্দুল্লাহ খোকন, আলমগীর হোসেন রুমেল, মাসুদ রানা চৌধুরী, মিলন উরাং, ইব্রাহিম আলী, ছাত্র মৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পাদক বিজয় করিম, আকলিমা আক্তার, রুহুল আমীন প্রমুখ।