সিলেটে সংস্কৃতিকর্মীদের উপর হামলারীদের গ্রেপ্তার ও সংস্কৃতিবিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করবে সংস্কৃতিকর্মীরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট ও সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
কর্মসূচিতে সর্বস্থরের সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ নেতৃবৃন্দ।
আরও পড়ুন : সংস্কৃতিকর্মীদের উপর হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় নতুন কর্মসূচি
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সিলেটে বিএনপির রোডমার্চ উপলক্ষে সমাবেশের পূর্বে নগরীর সারদা স্মৃতি ভবনে বিএনপির মিছিল থেকে নাট্যকর্মীদের উপর হামলা চালানো হয়। হামলায় নাট্য পরিষদ সভাপতি রজত কান্তি গুপ্তসহ অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হন। এসময় হামলাকারীরা সারদা স্মৃতিভবনের মহড়া কক্ষে ভাঙচুর চালায়।
পরদিন অজ্ঞাতনামা ৬০ জনকে আসামী করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে মো. হারুন মিয়া (৩৬) নামে এক স্বেচ্ছাসবেক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।