দেশ বিনির্মাণে সকলকে একসাথে কাজ করতে হবে : বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, বাংলাদেশ বিনির্মাণে সকলকে এক সাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছেন, দেশ স্বাধীন না হলে আজ আমরা এ অবস্থানে আসতে পারতামনা।

তিনি সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন সিলেট বিভাগের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, অতিথিপরায়ন। সিলেট বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারীর এখানে ভালো কাজ করার সুযোগ রয়েছে, সকল ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ অঞ্চলের উন্নয়ন আরও এগিয়ে যাবে।

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের সভাপত্তিব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

স্কাউট সম্পাদক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, খাসিয়া মন্ত্রী জিডিশন প্রধান সুচিয়াংসহ আরও অনেকে।

মতবিনিময় সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরনণ করা হয়।

এছাড়াও আর্থিক ও কৌশলগত সহযোগিতার জন্য দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় উপজেলার ৬টি ফেডারেশনের কুষ্ঠ আক্রান্তদের মধ্যে ২ লক্ষ ৭৯ হাজার ৭ শত টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।