কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অভিনব এক পন্থায়।
১৫ সদস্যের দল ঘোষণার পর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও রিল প্রকাশ করে এনজেডসি। সেখানে দেখা যায় বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেয়া ক্রিকেটারদের নাম একে একে জানাচ্ছেন তাদের সন্তান, স্ত্রী বা পরিবারের সদস্যরা।
কেউ বা জানাচ্ছেন তার বাবার নাম, কেউবা স্বামী আবার কেউবা জানাচ্ছেন তার নাতির বিশ্বকাপে জায়গা করে নেওয়ার খবর। এমন অভিনব পদ্ধতিতে স্কোয়াড ঘোষণার বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রশংসায় ভাসতে থাকে বোর্ড।
ইনজুরি ইস্যুতে কেইন উইলিয়ামসনের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা থাকলেও সেটি কাটিয়ে অধিনায়করূপেই বিশ্বকাপ দিয়ে ফিরছেন তিনি।
উইলিয়ামসন ফিরলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ মার্টিন গাপটিলের। ১৫ জনের দলে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটসম্যান ফিন অ্যালেন, পেসার অ্যাডাম মিলনে ও কাইল জেমিসনের।
এদিকে ভারতের উইকেটের কথা মাথায় রেখে কিউইদের দলে রাখা হয়েছে তিন স্পিনারকে। মিচেল স্যান্টনার, ইশ সোধির সঙ্গে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র সামলাবেন এই ডিপার্টমেন্ট।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড : নিউজিল্যান্ড দল কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, ম্যাট হেনরি।
সিলেট ভয়েস/এএইচএম