হাওরের জেলা সুনামগঞ্জে মোট পাঁচটি সংসদীয় আসন রয়েছে। এদিকে জেলা নির্বাচন অফিস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই পাঁচটি আসনের ভোটার তালিকা ও খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে।
গত বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় এই ভোটার তালিকা প্রকাশ হয়। তালিকা অনুযায়ী এবার ভোটার সংখ্যা ও ভোট কেন্দ্র দুটোই বেড়েছে।
জানা গেছে, এবার জেলার এই ৫ আসনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৯ হাজার ৫৬৯ জন। এরমধ্যে পুরুষ ৯ লাখ ৮৬ হাজার ৭৮৯ এবং নারী ৯ লাখ ৫২ হাজার ৭৭৭ জন। গেল নির্বাচনে এই জেলায় কেন্দ্র ছিল ৬৬৮টি। এবার খসড়া তালিকায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০১।
প্রকাশিত ভোটার তালিকা অনুসারে ভোটার সংখ্যা ও ভোট কেন্দ্র :
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর, ও জামালগঞ্জ) আসনে মোট ভোটার চার লাখ ৯১ হাজার ৫৫৮ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫২ হাজার ৯৭৩ এবং নারী ২ লাখ ৩৮ হাজার ৫৮৫ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১৫০টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মোট ভোটার ২ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ২৫৮ এবং নারী ১ লাখ ৪১ হাজার ৪১৪ জন। এই আসনে গেল নির্বাচনে কেন্দ্র ছিল ১১০, এবার ১১৩ টি।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৩১ হাজার ৭৭ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৭ হাজার ২৪১ এবং নারী ১ লাখ ৬৩ হাজার ৮৩৪ জন। গেল জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ১৪২, এবার ১৪৪ টি।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৪০৫ জন। গেল জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ১০৭, এবার ১১৩ টি।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে মোট ভোটার চার লাখ ৮৭ হাজার ৮৫৭ জন। গেল জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ১৫৯, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬২।
সিলেট ভয়েস/এএইচএম