গোলাপগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবাহর গ্রামে চন্দ্রনাথ পল্লীতে চারু নিকেতনের আয়োজনে ও চন্দ্রনাথ মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চন্দ্রনাথ মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও চারু নিকেতনের পরিচালক হিল্লোল শর্মার
সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক লিমিটেড’র ঢাকাদক্ষিণ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চারু নিকেতনের শিক্ষক জয় তালুকদার, ব্যবসায়ী পল্লব ভট্টাচার্য, রবীন্দ্র রায়, সিনিয়র সাংবাদিক রতন মনি চন্দ, শিক্ষানুরাগী সামছুল হুদা, শিক্ষক নিশি কান্ত দাস প্রমুখ।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এরমধ্যে প্রত্যেকটি গ্রুপে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী ৯জন প্রতিযোগীকে নগদ অর্থ, সনদ সহ পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগিকে সনদপত্র প্রদান করা হয়।