আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের আগেই কোমরের ব্যথায় ভুগছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দুদিন আগে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন তামিম। চিকিৎসক তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
যে কারণে আগামী ৩০ তারিখ অনুষ্ঠিতব্য এশিয়া কাপ এবং অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তামিম যদি খেলতে না পারেন তাহলে বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দেবেন? এ নিয়েই চলছে গুঞ্জন।
বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনার জন্য বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিমকে বাসায় ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ রাত ৭টা ৪২ মিনিটে বিসিবির সভাপতির বাসায় আসেন তামিম। এর কিছুক্ষণ আগেই বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিসিবির সভাপতির বাসায় এসে পৌঁছান।
আলোচনা শেষে বিসিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।