পাশের হারে বিভাগ সেরা সিলেট জেলা

বারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সিলেটের চার জেলায় ফলাফলে পাশের হারে এগিয়ে রয়েছে সিলেট।

শুক্রবার (২৮ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান থেকে জানা যায়, চার জেলার মধ্যে সিলেটে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪১ হাজার ১২৪ জন। এর মধ্যে পাশ করেছে ৩২ হাজার ৩৯৯ জন। পাশের হার ৭৮.৭৮ শতাংশ।

হবিগঞ্জে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ হাজার ৩৫৫ জন। এর মধ্যে পাশ করেছে ১৫ হাজার ১৩১ জন। পাশের হার ৭৪.৩৪ শতাংশ।

মৌলভীবাজারে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ হাজার ৫৭৫ জন। এর মধ্যে পাশ করেছে ১৮ হাজার ৫৩ জন। পাশের হার ৭৩.৪৬ শতাংশ।

সুনামগঞ্জে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩ হাজার ৪৭৮ জন। এর মধ্যে পাশ করেছে ১৭ হাজার ৭২৩ জন। পাশের হার ৭৫.৪৯শতাংশ।

সব মিলিয়ে সিলেট শিক্ষাবোর্ডের অধিনস্থ চার জেলায় পাশের হার ৭৬.০৬ শতাংশ।

সিলেট ভয়েস/এএইচএম