কুলাউড়ায় স্টেপ এ্যাহেড’র বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা

কুলাউড়ায় ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ শ্লোগানে কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের আব্দুল হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছের চারা রোপণ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ পুলিশ, হেড কোয়াটার্সের ডিআইজি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ও বন অধিদফতরের উপ সচিব নাজনিন আক্তারের পৃষ্ঠপোষকতায় স্টেপ এ্যাহেড বাংলাদেশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।

অনুষ্ঠানে আব্দুল হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেনের সভাপতিত্বে ও জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বন বিভাগ কুলাউড়ার রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন, বিট কর্মকর্তা আলী আহমদ, উদীচী শিল্পী গোষ্ঠি কুলাউড়ার শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মহিবুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠি কুলাউড়ার শাখার সহ সাধারণ সম্পাদক নান্টু দাস, কালেরকন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা ইয়াসমিন, চিরশ্রী তালুকদার, জাহেদা বেগম, বিপাশা দত্ত প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জামিল ইসলাম। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ। সহযোগিতায় ছিলো কুলাউড়া মুক্ত স্কাউটসের একটি দল।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের আঙ্গিনায় উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা পাঁচ জাতের গাছের চারা রোপণ করেন। এসময় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়ীত্ব পালন করেন চারুহাট চিত্রাঙ্কন একাডেমির পরিচালক, প্রশিক্ষক জিয়াউল হক জিয়া।