এমপি আব্দুল মজিদ খানের সাথে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকবৃন্দ।

শুক্রবার (১৬ জুন) রাত ৯ টায় নবনির্বাচিত কমিটির সভাপতি জীবন আহমেদ লিটন ও সেক্রেটারি আব্দাল মিয়ার নেতৃত্বে সাংসদের বাসভবনে উক্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের উদ্দ্যেশ্যে আব্দুল মজিদ খান এমপি বলেন, সাংবাদিকরা রাস্ট্রের চতুর্থ স্তম্ভ, সমাজের বিবেক, তাই আপনাদের দায়িত্বশীলতার সাথে লেখালেখি করতে হবে। সমাজের ক্ষতি হয় এমন রসালো সংবাদ থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, ১৪ বছরে বানিয়াচংয়ে অসংখ্য উন্নয়ন হয়েছে। আরও যেগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে আপনারা লেখালেখি করুন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের দুষ্টু লোকদের মুখোশ উন্মোচন করতে হবে।

বানিয়াচং মডেল প্রেসক্লাব ২ বছরে একটি সংবিধান প্রনয়ন করে মেয়াদ শেষে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে বানিয়াচংয়ে নজির স্থাপন করেছে। এজন্য তিনি নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও সাবেক কমিটিকে ধন্যবাদ জানান। মডেল প্রেসক্লাবের বহুমুখি সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতা পেশাকে আলোকিত রাখায় ক্লাবের সকল সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও টানা ৩ বারের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিবুর রহমান, আব্দুল মজিদ খান এমপির ব্যক্তিগত সহকারি সেলিম উদ্দিন, মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, গঠনতন্ত্র প্রনয়ন কমিটির আহ্বায়ক ও সিনিয়র নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন. নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি শামীম আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান সাগর, কোষাধ্যক্ষ শেখ মোঃ আলমগীর হোসেন, নির্বাহী সদস্য আব্দুল মালিক প্রমুখ।