শাল্লায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল শুরু

সুনামগঞ্জের শাল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর (অনুধর্ব-১৭ বালক ও বালিকা) উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (১৬জুন) বিকেল ৩টায় স্থানীয় শাহীদ আলী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফুটবল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবু তালেব।

উদ্বোধনী ম্যাচে উপজেলার ১নং আটগাঁও ইউনিয়ন একাদশ ও ৪নং শাল্লা ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে। ২য় ম্যাচে ২নং হবিবপুর ইউনিয়ন একাদশ ও ৩নং বাহাড়া ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিমুল ইসলাম, ১নং আটগাঁও ইউপি চেয়ারম্যান মো: আব্দুল্লাহ আন-নোমান, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলা উদ্দিন, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাসির উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সজীব হাওলাদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোঃ ফজলুল করিম প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস খোকন।

এসময় উক্ত ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায় এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন প্রভাংশু তালুকদার ও চপল কান্তি দাস। খেলাটি যৌথভাবে ধারাভাষ্য বর্ণনা করেন শিক্ষক সুদীপ্ত কুমার দাস ও ক্রীড়ামোদী হিমেল সরকার।