সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে যুক্তরাজ্য থেকে ১ হাজার নেতাকর্মী দেশে আসছেন। আগামী ৩১ মে থেকে পর্যায়ক্রমে নেতাকর্মীরা দেশে এসে প্রচার ও গণসংযোগে অংশ নেবেন।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে লন্ডন বাংলা প্রেসক্লাবে ‘আনোয়ারুজ্জামান চৌধুরী ইলেকশন ক্যাম্পেইন কমিটি ইউকে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আবু হোসেনের সভাপতিত্বে এবং সেলিম আহমদ খান ও জামাল আহমদ খানের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, দেওয়ান গৌজ সুলতান, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, আসম মিসবাহ ও মো. গয়াসসহ দলীয় নেতৃবৃন্দ।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হলে আমাদের আমাদের সুবিধা হলো তিনি আমাদের প্রবাসের সমস্যা জানেন, বাংলাদেশের সমস্যা জানেন। তার নেতৃত্বে আমাদের প্রবাসীদের পাসপোর্টের সমস্যা, নাগরিকত্বের সমস্যা, জায়গা-জমির সমস্যা, ব্যবসা-বাণিজ্যের সমস্যাসহ সব সমস্যার সমাধান হবে। তার নেতৃত্বে শেখ হাসিনার সরকার প্রবাসী অধ্যুষিত সিলেট নগরে উন্নয়ন করবে। আগামীর সিলেট হবে সমৃদ্ধ ও স্মার্ট নগরী। আনোয়ারুজ্জামানের ওপর আমাদের আস্থা আছে। তিনি কাজ করতে চান মানুষের কল্যাণে, তিনি শেষ পর্যন্ত লেগে থাকেন। এরকম মানুষ সিলেট সিটিতে দরকার। তিনি সিলেটের কল্যাণ ছাড়া অন্য কিছু করবেন না, আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি।
যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান ও যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান বলেন, আমাদের কমিটির উদ্দেশ্য যুক্তরাজ্যসহ ইউরোপে বসবাসরত প্রবাসীদের জানিয়ে দেয়া- আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদের ভাই, আমাদের স্বজন, প্রবাসীদের প্রার্থী এবং তাকে সহযোগিতা করা উচিত। আমাদের পক্ষ থেকে প্রবাসী ও তাদের পরিবারের কাছে ভোট প্রার্থনা করছি। আমাদের আওয়ামী লীগসহ যুবলীগের বিশাল টিম দেশে যাচ্ছে। যুবলীগের টিম ৩১ মে যাচ্ছে। পর্যায়ক্রমে অন্যরা যাবে। আগামী ১৫ মে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে লন্ডনে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।