কানাইঘাটে মঈন হত্যা : পলাতক আসামি আয়শা গ্রেপ্তার

কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ১ম খন্ড (সিঙ্গারীপাড়) গ্রামের শফিকুল হকের পুত্র মঈন উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি আয়শা বেগম (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের সহায়তায় সোমবার বিকেল আড়াইটার দিকে উপজেলার কসবা এলাকা থেকে চাঞ্চল্যকর মঈন হত্যা মামলার পলাতক আসামি আয়শা বেগমকে গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ। সে উপজেলার বাউরভাগ ১ম খন্ড (সিঙ্গারীপাড়) গ্রামের মৃত সিদ্দেক আলীর মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আয়শা বেগেমের মেয়ে তানিয়া বেগম ও মামলার এহাজারভুক্ত অপর আসামি মমতা বেগমের সাথে মঈন উদ্দিনের পরকীয়া প্রেমের জের ধরে আয়শা বেগমসহ তার পরিবারের সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিগত ২০২২ সালের ২৮ নভেম্বর রাতে তাদের আত্মীয় বাউরভাগ ১ম খন্ড গ্রামের মারজান আহমদের বাড়িতে কৌশলে ডেকে নিয়ে মঈন উদ্দিনকে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনা ধামাচাপা দিতে পার্শ্ববর্তী ধান ক্ষেতের মাঠে তার লাশ ফেলে দেয়া হয়।

এ ঘটনায় নিহতের ভাই আলী হোসেন বাদী হয়ে কানাইঘাট থানায় সে সময় আয়শা বেগম সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরই হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহারভুক্ত আসামি আলিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে আয়শা বেগমসহ মামলার অপরাপর আসামিরা পলাতক ছিল।

গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে মঈন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।