বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সোমবার (৩ এপ্রিল) বেলা ২টার দিকে দুই নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভবনের মালিকপক্ষের লোকজন বিদ্যুৎপৃষ্ট দুই নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করলে সেখানে মাহফুজ আহমদ নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

নিহত মাহফুজ আহমদ (১৭) উপজেলা মুড়িয়া ইউনিয়নের পাথারিপাড়া এলাকার জয়নাল উদ্দিনের পুত্র।

এ ঘটনায় আহত দেলোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের সোনাহর আলীর পুত্র।

স্থানীয়রা জানান, ওই দুই শ্রমিক অন্য নির্মাণ শ্রমিকদের সাথে ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের জন্য রড বিছানোর কাজ করছিলেন। এক পর্যায়ে অসতর্ক অবস্থায় তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। নিহত কিশোর শ্রমিক মাহফুজ আহমদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। আহত দেলোয়ার হোসেন রডের সাথে ঝুলে থাকলে স্থানীয় দুই তরুণ তাকে সেখান থেকে নামিয়ে নিয়ে আসেন। আহতদের দ্রুত স্থানীয়দের সহায়তায় শ্রমিক ও ভবন মালিকপক্ষের লোকজন উপজেলা হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজ আহমদের মৃত্যু হয়।