বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগের নেতারা রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশে আজ গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটাধিকার, আইনের শাসন নেই। তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। চারিদিকে শুধু নাই আর নাই। এই সংকট থেকে দেশকে বাঁচতে হলে ১০ দফা দাবী বাস্তবায়ন করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কেমুসাস হলরুমে আয়োজিত সিলেট বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেন, যারাই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে তাদের উপর মামলা, হামলা করা হয়। হত্যা নির্যাতন চালানো হয়। সরকার বিএনপি নেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা দিনার, জুনেদ, আনসার আলীসহ অসংখ্য নেতাকর্মীদের গুম করে রেখেছে। সরকারের সকল অপকর্মের জবাব দিতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের বিদায় করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না। নির্দলীয়, নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগের অধিনে দেশে আর কোন নির্বাচন হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বিদায় তারা জোর করে ক্ষমতা আকড়ে আছে। দেশের সাধারণ মানুষ রাস্তায় নামলে তারা পালাবার রাস্তাও খোঁজে পাবে না।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন আজ বিপর্যস্ত। দ্রব্যমূল্য আজ সাধারণ মানুষের নাগালের বাইরে। যত দিন যাচ্ছে ওএমএস এর ট্রাকের সামনে লাইন তত দীর্ঘ হচ্ছে। তাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে বিদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, ফখরুল ইসলাম ফারুক, ইশতিয়াক সিদ্দিকী, এডভোকেট হাসান আহমেদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, ইকবাল বাহার চৌধুরী, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, কামরুল হাসান সাহীন, উপজেলা বিএনপির সভাপতি বৃন্দের মধ্যে মামুনুর রশীদ মামুন, আবুল কাশেম, আব্দুর রশীদ, মুশিকুর রহমান মুহী, শফিকুল ইসলাম, ওহিদুজ্জামান সুফি চৌধুরী, মাহবুব আলম, মাসুক আহমদ, মিজানুর রহমান রুমেল, গৌছ আলী, আহমেদ রেজা। সাধারণ সম্পাদক বৃন্দের মধ্যে লিলু মিয়া, কোহিনূর আহমেদ, আলী আকবর, তসলিম আহমদ নেহার, মুজিবুর রহমান, আব্দুল্লাহ মিসবাহ, আজিজুর রহমান, আব্দুল হাফিজ, সরোয়ার আহমদ, বশির আহমদ, জসীম উদ্দিন, ইসমাইল হোসেন সেলিম, শিব্বির আহমেদ রনী, জসিম উদ্দিন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বৃন্দের মধ্যে আব্দুল মতিন, আব্দুর রহমান, আব্দুল লতিফ খাঁন, হেলালুজ্জামান, আব্দুল খালিক, মোজাহিদ ইসলাম, আব্বাস উদ্দিন।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বৃন্দের মধ্যে জাহেদ আহমদ, বজলুর রহমান ফয়েজ, আমিন উদ্দিন, জামিল চৌধুরী, মাহবুবুর রহমান, তোফায়েল সোহেল, প্রভাষক মোনায়েম খাঁন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকবৃন্দের মধ্যে আকবর আলী, সুহেল ইবনে রাজা, আব্দুর রহমান খালেদ, জয়নাল আবেদীন, হাসান আহমেদ, ইমতিয়াজ আলী, মাহবুবুর রহমান , সাইফুল ইসলাম সেফুল, দুলাল আহমেদ উপস্থিত ছিলেন।