‘জাগো নারী, জাগো বহ্নিশিখা’ স্লোগানকে সামনে রেখে তৃতীয় বারের মতো সিলেটে বাংলাদেশ নারী মুক্তি সংসদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বেলা আড়াইটায় নগরীর ধোপাদিঘিরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জোবায়দা পারভীন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য কমরেড সিকান্দর আলী।
সিলেট জেলা নারী মুক্তি সংসদের আহ্বায়ক রিতা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র মৈত্রী সিলেট জেলা সভাপতি সালেহ আহমদ, যুবমৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ খোকন, নারী মুক্তি সিলেট জেলার নেতা আকলিমা আক্তার, সারথী উরাং, লাকি আহমেদ।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আম্বিয়া আক্তার পলি, জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাড. শিরিন আক্তার, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক সিলেট জেলা কমিটির সভাপতি হিনু বর্মন প্রমুখ।
সম্মেলনে ইন্দ্রানী সেন সম্পাকে সভাপতি, রিতা আক্তারকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের সিলেট জেলা কমিটি চূড়ান্ত নির্বাচিত হয়।