পরিবেশ দূষণ করার অপরাধে সিলেটের তিনটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অতিমাত্রায় শব্দদূষণ করায় ৩২টি যানবাহনকে ৩১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
বুধবার (৩০ নভেম্বর) দিনব্যাপী সিলেট-সুনামগঞ্জ বাইপাস পয়েন্টে তেমুখি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন জানান, অভিযানে ৩২টি যানবাহন থেকে ৬৩টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানের পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর, হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম পাটওয়ারী, গবেষণাগার সহকারী শাহাদাৎ হোসেন, নমুনা সংগ্রহকারী রুবেল মিয়া উপস্থিত ছিলেন।