শুরু থেকেই অনেকটাই বিবর্ণ পাকিস্তান। শুরু থেকে পাকিস্তানকে চাপে রাখা ইংল্যান্ড মাঝে কিছুটা খেই হারালেও পরে উইকেট তুলে নিয়েছে ঠিকই। সংগ্রহটা বড় হলো না। পাকিস্তানের পুঁজিটা প্রত্যাশামতো বাড়েনি। ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামল বাবর আজমের দল। ট্রফি জিততে ইংল্যান্ডকে করতে হবে ১৩৮ রান।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ দলপতি জস বাটলার। দেখেশুনে শুরু করেন পাকিস্তানি দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান।
শুরুর থেকেই দেখেশুনে সাবধানী ব্যাটিং করেন দুই ওপেনার। যে কারণে পাওয়ার প্লে’তে আসে মাত্র ৩৯ রান। প্রথম তিন ওভারে ১৬ রান নিতে পারেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
শেষ পাঁচ ওভারেও টি-টোয়েন্টি মেজাজে খেলতে পারেনি পাকিস্তান। শেষ ৫ ওভারে এসেছে মাত্র ৩১ রান। ১৬তম ওভারে এসেছে ১৩ রান, ১৭তম ওভারে মাত্র ৩। পরের তিন ওভারে আসে মাত্র যথাক্রমে ৫, ৪, ৬।