গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালন

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলায় শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের সম্মিলিত শিক্ষকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হকের সভাপতিত্বে ও গোয়াইনঘাট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, গোয়াইনঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ, গোয়াইনঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আব্দুস শহীদ, বারহাল আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, পুকাশ সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম প্রমুখ।