জন্মদিন পালনের নামে সরকারি বিদ্যালয়ে উদ্দাম নাচ-গানের আসর করায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক (ডিসি)র কাছে চিঠি পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী।
যুবলীগের যুগ্ম আহ্বায়ক সজিব একজন জনপ্রতিনিধি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ইউএনও ওই চিঠি পাঠিয়েছেন।
জানা গেছে, গত ৫ অক্টোবর দিবাগত রাতে সরকারি বিদ্যালয়ে উদ্দাম নাচ গানের আসর বসিয়ে জন্মদিন পালন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব। ৬ এবং ৭ অক্টোবর জাতীয় ও স্থানীয় কয়েকটি দৈনিক গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়। পরে ওই দিনই ইউএনও সুলতানা সালেহা সুমি জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে ভাইস চেয়ারম্যারেন বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি চিঠি প্রেরণ করেন।
যাতে বলা হয়, ‘ভাইস চেয়ারম্যান সজিব তার জন্মদিন পালনের জন্য গত ৫ অক্টোবর সন্ধ্যায় আজমিরীগঞ্জ এ্যামালগেমেটড সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে কেককাটা সহ উদ্দাম নাচ গানের আয়োজন করেন। এসময় নারী-পুরুষ শিল্পীর মাধ্যমে রাতভর কনসার্ট চলতে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে কোন রকমের অনুমতি ছাড়া ব্যক্তি উদ্যোগে এমন আয়োজন শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজসহ সাধারণ জনগণের মধ্যে সমালোচনার ঝড় বইছে।’
চিঠিতে আরও বলা হয়, ‘কোনো অনুমতি ছাড়া সরকারি প্রতিষ্ঠানে ডিজে কনসার্ট আয়োজন করে সজিব বিধি লঙ্ঘন ও অসাধাচরণমূলক কাজ করেছেন।’ তাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসককে অনুরোধ করেন।
ভাইস চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সজিব যে বিদ্যালয়ে তার জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেন সেটির পরিচালনা পরিষদের সভাপতি ইউএনও সুলতানা সালেহা সুমি। তিনি বর্তমানে প্রশিক্ষণের জন্য দেশের বাইরে অবস্থান করছেন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন আজমিরীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। তিনি যুবলীগ নেতার সজিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির কাছে ইউএনও’র চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ইউএনও’র চিঠি পাওয়ার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাদিকুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বিষয়টি তদন্ত করার জন্য। প্রতিবেদন পেলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।