সিলেটের সুপ্রাচীন ঐতিহ্যের স্মারক সারদা স্মৃতি ভবন (সারদা হল) সংস্কৃতিচর্চার জন্য দ্রুত খুলে দেওয়ার দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।
সংগঠনের ৩৮ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ আয়োজন ও উৎসব না করে সারদা হল রক্ষার্থে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল চারটায় সারদা হল প্রাঙ্গণে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে গান, নাটক, কবিতা, নৃত্য অনুষ্ঠিত হবে। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সারদা হল রক্ষার আন্দোলনে সিলেটের সকল শ্রেণী পেশার সংস্কৃতিমনস্ক ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।