সুনামগঞ্জের মধ্যনগরে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও এর মধ্যে ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ওইসব প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান।
এ সময় উপজেলা সদরের ডিজি ল্যাবকে ২ হাজার ও টাকা ও মা এক্সরে সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিতাস ডায়াগনস্টিক সেন্টারে কাউকে পাওয়া যায়নি। তবে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকেই সিলগালা করা হয়েছে। এ সময় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোশতানসির বিল্লাহ উপস্থিত ছিলেন।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান বলেন, ‘ওইসব ডায়াগনস্টিক সেন্টারের যেমন অনুমোদন নেই তেমনি এতে থাকা টেকনেশিয়ানরাও অনুমোদনহীন।’