ভারী বর্ষণে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের একটি আধাপাকা ঘর ধসে পড়েছে।
শনিবার (২৭ আগস্ট) ভোরে বাঘমারা গ্রামের পুতুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন বন্যার পানি থাকার কারণে ঘরের নিচের মাটি নরম হয়ে যায়। গতকাল শুক্রবার (২৬ আগস্ট) রাতের ভারী বর্ষণে ঘরের নিচের মাটি সরে গেলে শনিবার ভোরে ঘরটি ধসে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা বলেন, গতকাল রাতের ভারী বৃষ্টিপাতে একটি আধাপাকা ঘর পুরোটাই ধসে পড়েছে। খবর পেয়ে আজ সকালে আমি সরেজমিন পরিদর্শন করেছি। এছাড়া আমি ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করেছি।