লাখাইয়ে নানা কর্মসূচিতে শোক দিবস পালন

হবিগঞ্জের লাখাইয়ে দিনব্যাপী নানা কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দীন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দীন ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদের নেতৃত্বে একটি বিশাল শোক র‍্যালি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দীনের সভাপতিত্বে ও ভ্যাটেরিনারি সার্জন ডা. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

আলোচনায় অংশ নেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম ও লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ।

দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।

এর আগে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরান থেকে মাওলানা শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন গৌতম কুমার রায়।