পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে জেআরসি সভায় ৬টি নদীর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়া সফরকালে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশের নদীকেন্দ্রীক সংকট নিরসন হবে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, নদীগুলো সচল হলে জিনিসপত্র সস্তায় পাওয়া যাবে। বাংলাদেশ কানেকটিভিটি চায়। এসব ব্যপারে সরকার কাজ করছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের ঢলে সিলেটে বন্যা দেখা দেয়। তাই উজানে অতিবৃষ্টির পূর্বাভাস নিয়ে তারা যাতে বাংলাদেশকে সতর্ক করে এবং পানির বাঁধগুলো ছাড়ার আগে অবহিত করে- এসব ব্যাপারে ভারতকে প্রস্তাব দেয়া হয়েছে। এসব বিষয়ে কাজ করলে বন্যার ক্ষয়ক্ষতি কমে আসবে।
র্যাব প্রধানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞা নিয়ে তিনি বলেন, বহু দেশের ওপর বহু নিষেধাজ্ঞা থাকে, এটা কোনো বিষয় না। যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। এটা চলমান থাকবে।
এর আগে জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার, জেলা প্রশাসক মো. মজিবর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।