সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী সহায়তা প্রধান প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) বিকেলে বেসরকারি সংস্থা পারি মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন ও স্টার্ট ফান্ড বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস। ওয়ার্ল্ড ভিশন (এপি) ব্যবস্থাপক সাগর জন কস্তা সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন কর্মসূচি কর্মকর্তা জন পল স্কু পরিচালনায় বক্তব্য দেন, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, পূর্বধলা এপির কর্মসূচি কর্মকর্তা হাফিজুল হক সোহাগ, ব্র্যাকের ধর্মপাশা শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, আশা ব্রাঞ্চের আঞ্চলিক ব্যবস্থাপক হরেন্দ্র সরকার, কর্মসূচি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পারি’র কর্মসূচি ব্যবস্থাপক হীরক গমেজ, স্পন্সরশীপ কর্মকর্তা সুমন কুবি, সাংবাদিক সাদ্দাম হোসেন প্রমুখ।