শাবির পরিবহনপুলে নতুন দুই বাস

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলে যুক্ত হয়েছে নতুন দুটি বাস। মঙ্গলবার (৩১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় উপাচার্য বলেন, বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে পরিবহনের সংকট ছিল। গত ৫ বছরে আমরা তা অনেকটা কাটিয়ে উঠেছি। ইউজিসির সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য পরিবহন পুলে দুটি বাস যুক্ত হলো। এতে শিক্ষার্থীদের বাসের সংকট নিরসন হচ্ছে। সেজন্য ইউজিসিকে ধন্যবাদ জানাই।

এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে আরও দুটি নতুন বাস বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলে যুক্ত হবে বলে জানান উপাচার্য ফরিদ।

বাস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ডিন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, প্রধান প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা।