দোয়ারায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢাকাস্থ আন-নূর ফাউন্ডেশন ও গাউছুল আযম জামে মসজিদ উত্তরা সেক্টর-১৩ এর যৌথ উদ্যোগে নগদ অর্থ, ক্ষতিগ্রস্ত গৃহ সংস্কার এবং পুর্নাঙ্গ ঘর নির্মাণ করাসহ অন্তত ২৫ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দিনব্যাপি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭ টি পরিবারকে আংশিক এবং পুর্নাঙ্গ গৃহ নির্মাণে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এর পূর্বে ৫টি বাথরুমসহ পুর্নাঙ্গ ঘর নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্থানীয় আশরাফুল উলুম এরুয়াখাই-চকবাজার কওমী মাদরাসা মাঠে প্রতিষ্ঠান প্রধান মাওলানা হাবীবুল্লাহ আশরাফীর সঞ্চালনায় ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন, আন-নূর ফাউন্ডেশনের পরিচালক মুফতি সামসুদ্দোহা আশরাফী, গাউছুল আযম জামে মসজিদ উত্তরা সেক্টর ১৩ এর খতিব মুফতি জোনায়েদ ক্বাসেমী প্রমুখ।

জামেয়া আশরাফুল উলুম এরুয়াখাই-চকবাজার মাদরাসার মুহতামিম মাওলানা হাবীবুল্লাহ আশরাফী বলেন, বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন, ঢাকাস্থ আন-নূর ফাউন্ডেশন এবং গাউছুল আযম জামে মসজিদ উত্তরা সেক্টর -১৩ কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমাদের এলাকার বন্যার্তদের মাঝে প্রায় ২৫ লাখ টাকার সহায়তা পৌঁছে দিয়েছেন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।

আন-নূর ফাউন্ডেশনের পরিচালক মুফতি সামদ্দোহা আশরাফী বলেন, মানবতার কল্যাণে আমরা এগিয়ে এসেছি। সাধ্যমত বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। আমরা এখানকার ৪০টি পরিবারে ত্রাণসহ নগদ ৪০ হাজার টাকা বিতরণ করেছি। ইতোমধ্যে আংশিক এবং পুর্ণাঙ্গ গৃহ নির্মাণ করে দিয়েছি অন্তত ৫৭ টি পরিবারকে।

ঢাকাস্থ গাউছুল আযম জামে মসজিদ উত্তরা সেক্টর ১৩ এর খতিব মুফতি জোনায়েদ ক্বাসেমী বলেন, বন্যা পরবর্তী স্থানীয় সূত্রে খোঁজখবর নিয়ে আমরা সাধ্যমত বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি।