শাল্লায় দুর্গতদের পাশে এসএসসি ০৭ ও এইচএসসি ০৯ ব্যাচ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার বন্যাদুর্গত প্রায় ৬০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের বন্ধু সংগঠন।

সোমবার সকালে এই গ্রুপটি ঢাকা থেকে খাবার নিয়ে পৌঁছে যায় সুনামগঞ্জের শাল্লায়। সেখানে বানভাসিদের দেয়া ত্রাণ প্যাকেজের প্রতি প্যাকেটে ছিলো আলু, সয়াবিন তেল, পিয়াজ, চাল, ডাল, ময়দা, চাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

২০০৭ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে প্রায় দেড় লক্ষ মানুষের ফেসবুকভিত্তিক এই গ্রুপটি বন্যায় ত্রাণ কার্যক্রম ছাড়াও দেশের বিভিন্ন সংকটকালে সাধারণত মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছে নানা মহলে।

০৭ ও ০৯ গ্রুপের পক্ষ থেকে নোমান মজুমদার, মাহিনুর মুন্নী, সাদ বিন জাকির, তনয় খাঁন, মো. সালমানসহ সংশ্লিষ্টরা জানান- বন্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত এবং জনমানুষের পাশে দাঁড়ানোর জনহিতৈষী কাজ অব্যাহত রাখবে।