ফেঞ্চুগঞ্জে বুড়িকিয়ারী বাঁধ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পিঠাইটিকর ও ছত্তিশ গ্রামে অবস্থিত বুড়িকিয়ারী বাঁধ পরিদর্শন করছেন বিএনপি নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজার নেতৃত্বে বুধবার (২০ জুলাই) বিকেল সাড়ে তিনটায় বাঁধ পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আবেদ রাজা বলেন- ‘পানির প্রবাহকে স্বাভাবিকভাবে চলতে দেওয়া উচিৎ। এই জনপদ এবং ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার রক্ষা করা যেমন প্রয়োজন তেমনি পার্শ্ববর্তী কুলাউড়া, জুড়ির মানুষকে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা করতে হবে। আমরা সম্মিলিতভাবে এই বিষয়ে কাজ করতে চাই।’
তিনি তার বক্তব্যে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাথে সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়া আগামী শুষ্ক মৌসুমে সরেজমিনে বুড়িকিয়ারী বাঁধ পরিদর্শন করার ইচ্ছা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী ছুফি, কুলাউড়া উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ছয়ফুল ইসলাম, কুলাউড়া টিলাগাও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক জয়ফুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, কুলাউড়া উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন (ডালু), কুলাউড়া উপজেলা ছাত্রদল নেতা এমকে হিরো প্রমুখ।

এছাড়া স্থানীয় এলাকাবাসী এসময় উপস্থিত ছিলেন।