‘হাওরের জন্য ভালোবাসা’র উদ্যোগে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ‘হাওরের জন্য ভালোবাসা’ নামের একটি সামাজিক সংগঠন।

শুক্রবার (১ জুলাই) সকালে ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের উত্তরপাড়া, পশ্চিমপাড়া, মড়লবাড়ি ও বড়পাড়াপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

‘হাওরের জন্য ভালোবাসা’ সংগঠনের সমন্বয়কারী জুবায়ের অপুর নির্দেশনায় ও আফজালুর রহমান আজাদের তত্ত্বাবধানে ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম সোবহানী পিকে, সদর ইউপি যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ইফতেখার হাসান পুলেন, আহছানুল হক বাবু, রিয়াদ হাসান, মডেল হিরা শাহ্, মোস্তাকিম পিকে রবিন, রাকিব পিকে, সামছুল হক পিকে তৌহিদ প্রমুখ।

ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৪ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, আধা কেজি সয়াবিন তেল, ১ প্যাকেট লাচ্ছা সেমাই ও ২৫০ গ্রাম চিনি।