নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধি দলের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চায়। আমরা এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনকে স্পষ্ট জানিয়ে দিয়েছি।
মঙ্গলবার (২৮ জুন) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ওবায়দুল কাদের।
এর আগে, নির্বাচন কমিশনের আমন্ত্রণে দুপুর ২টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসতে কমিশনে পৌঁছায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দল। এসময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা আওয়ামী লীগ প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান।
১৩ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কিত এই সভা বিকেল ৩টায় ইসি সম্মেলন কক্ষে শুরু হয়।
দুই ধাপে ২৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। গত ১৯ ও ২১ জুন ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ইভিএম যাচাই বিষয়ক সভা করেছে সংস্থাটি। তবে এতে বিএনপিসহ আটটি দল সাড়া দেয়নি।